ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০২১
উটের মিলন বিক্রয় করতে নিষেধাজ্ঞা
(২০২১) আনাস রা. বলেন, কিলাব গোত্রের একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে পুরুষ পশুর মিলন সম্পর্কে প্রশ্ন করেন । তখন তিনি তাকে নিষেধ করেন । লোকটি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা পুরুষ পশুকে স্ত্রী পশুর সাথে সম্মিলিত হতে দিই এবং এজন্য আমাদেরকে সম্মানী প্রদান করা হয়। তখন তিনি হাদিয়া- সম্মানী প্রদান করার অনুমতি প্রদান করেন।
عن أنس بن مالك رضي الله عنه أن رجلا من كلاب سأل النبي صلى الله عليه وسلم عن عسب الفحل فنهاه فقال: يا رسول الله إنا نطرق الفحل فنكرم فرخص له في الكرامة
