ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০২০
উটের মিলন বিক্রয় করতে নিষেধাজ্ঞা
(২০২০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন উটের মিলন বিক্রয় করতে।
عن جابر رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع ضراب الجمل
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন