ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০১৮
প্রসবের আগে পশুর গর্ভের বাচ্চা ক্রয়, পলাতক দাস ক্রয়, যুদ্ধলব্ধ গনীমত বণ্টনের পূর্বে বিক্রয়, যাকাতের সম্পদ বুঝে নেওয়ার আগে বিক্রয় ও ডুবুরির ডুব ক্রয়-বিক্রয় করার নিষেধাজ্ঞা
(২০১৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের সময়ে গনীমতের দ্রব্য বণ্টন করার আগে বিক্রয় করতে নিষেধ করেন।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: نهى صلى الله عليه وسلم يوم خيبر عن بيع المغانم حتى تقسم
