ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০১৭
প্রসবের আগে পশুর গর্ভের বাচ্চা ক্রয়, পলাতক দাস ক্রয়, যুদ্ধলব্ধ গনীমত বণ্টনের পূর্বে বিক্রয়, যাকাতের সম্পদ বুঝে নেওয়ার আগে বিক্রয় ও ডুবুরির ডুব ক্রয়-বিক্রয় করার নিষেধাজ্ঞা
(২০১৭) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন পশুর গর্ভস্থিত বাচ্চা প্রসবের আগে ক্রয় করতে, পশুর বাটের মধ্যস্থিত দুগ্ধ দোহনের পরে ওয়ন ছাড়া ক্রয়-বিক্রয় করতে, যে দাস পলাতক রয়েছে তাকে ক্রয় করতে, যুদ্ধলব্ধ গনীমত বণ্টনের পূর্বে ক্রয় করতে, যাকাতের সম্পদ বুঝে নেওয়ার আগে ক্রয় করতে ও ডুবুরির ডুব ক্রয়-বিক্রয় করতে ।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن شراء ما في بطون الأنعام حتى تضع وعما في ضروعها إلا بكيل وعن شراء العبد وهو آبق وعن شراء المغانم حتى تقسم وعن شراء الصدقات حتى تقبض وعن ضربة الغائص
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০১৭ | মুসলিম বাংলা