ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০১৭
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
প্রসবের আগে পশুর গর্ভের বাচ্চা ক্রয়, পলাতক দাস ক্রয়, যুদ্ধলব্ধ গনীমত বণ্টনের পূর্বে বিক্রয়, যাকাতের সম্পদ বুঝে নেওয়ার আগে বিক্রয় ও ডুবুরির ডুব ক্রয়-বিক্রয় করার নিষেধাজ্ঞা
(২০১৭) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন পশুর গর্ভস্থিত বাচ্চা প্রসবের আগে ক্রয় করতে, পশুর বাটের মধ্যস্থিত দুগ্ধ দোহনের পরে ওয়ন ছাড়া ক্রয়-বিক্রয় করতে, যে দাস পলাতক রয়েছে তাকে ক্রয় করতে, যুদ্ধলব্ধ গনীমত বণ্টনের পূর্বে ক্রয় করতে, যাকাতের সম্পদ বুঝে নেওয়ার আগে ক্রয় করতে ও ডুবুরির ডুব ক্রয়-বিক্রয় করতে ।
كتاب البيوع
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن شراء ما في بطون الأنعام حتى تضع وعما في ضروعها إلا بكيل وعن شراء العبد وهو آبق وعن شراء المغانم حتى تقسم وعن شراء الصدقات حتى تقبض وعن ضربة الغائص
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাজাহ হাসান** সনদে)। [সুনান ইবন মাজাহ, হাদীস-২১৯৬; মুসনাদ আহমাদ, হাদীস-১১৩৭৭]
** [শায়খ শুআইব আরনাউত হাদীসটির সনদ যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল বলেছেন। সনদের রাবী মুহাম্মাদ ইবন ইবরাহীম ও মুহাম্মাদ ইবন যাইদ অজ্ঞাতপরিচয় এবং শাহর ইবন হাওশাব পরিত্যক্ত। জাহদাম ইবন আব্দুল্লাহ সিকাহ, তবে মাজহুল রাবী থেকে তার বর্ণনা মুনকার। আর এটি তিনি মাজহুল রাবী মুহাম্মাদ ইবন ইবরাহীম থেকে বর্ণনা করেছেন। তবে হাদীসটির সনদ দুর্বল হলেও এর অধিকাংশ অংশের বিভিন্ন প্রমাণিত হাদীসে শাহিদ রয়েছে। দেখুন: শাওকানি, নাইনুল আওতার ৫/১৭৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১৫; ইবন হাযম, আল মুহাল্লা ৭/২৮৮; ইবন আবু হাতিম, ইলালুল হাদীস ৩/৫৮৭-৫৮৯; আলবানি, ইরওয়াউল গালীল ৫/১৩২-১৩৩; মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ৬/৫৩৭-৫৩৮; সুনান ইবন মাজাহ ও মুসনাদ আহমাদে আরনাউতকৃত হাদীসটির টীকা। -সম্পাদক]
** [শায়খ শুআইব আরনাউত হাদীসটির সনদ যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল বলেছেন। সনদের রাবী মুহাম্মাদ ইবন ইবরাহীম ও মুহাম্মাদ ইবন যাইদ অজ্ঞাতপরিচয় এবং শাহর ইবন হাওশাব পরিত্যক্ত। জাহদাম ইবন আব্দুল্লাহ সিকাহ, তবে মাজহুল রাবী থেকে তার বর্ণনা মুনকার। আর এটি তিনি মাজহুল রাবী মুহাম্মাদ ইবন ইবরাহীম থেকে বর্ণনা করেছেন। তবে হাদীসটির সনদ দুর্বল হলেও এর অধিকাংশ অংশের বিভিন্ন প্রমাণিত হাদীসে শাহিদ রয়েছে। দেখুন: শাওকানি, নাইনুল আওতার ৫/১৭৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১৫; ইবন হাযম, আল মুহাল্লা ৭/২৮৮; ইবন আবু হাতিম, ইলালুল হাদীস ৩/৫৮৭-৫৮৯; আলবানি, ইরওয়াউল গালীল ৫/১৩২-১৩৩; মুহাম্মাদ আওয়ামা, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ৬/৫৩৭-৫৩৮; সুনান ইবন মাজাহ ও মুসনাদ আহমাদে আরনাউতকৃত হাদীসটির টীকা। -সম্পাদক]