ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০০৩
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কল্যাণ-বিচ্যুত ও অসত্যপরায়ণ ব্যবসায়ীর নিন্দা
(২০০৩) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী হিসেবে পুনরুত্থিত হবে, তবে যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করবেন, কল্যাণ করবেন এবং সত্য বলবেন তিনি নন।
كتاب البيوع
عن رافع بن خديج رضي الله عنه مرفوعا: التجار يبعثون يوم القيامة فجارا إلا من اتقى الله وبر وصدق

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি । তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-১২১০; সুনান ইবন মাজাহ, হাদীস-২১৪৬; সহীহ ইবন হিব্বান, হাদীস-৪৯১০; মুস্তাদরাক হাকিম, হাদীস-২১৪৪]

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে অসাধু, প্রবঞ্চক ও লোভী ব্যবসায়ীদের খারাপ পরিণতির উল্লেখ করা হয়েছে। সততা, ন্যায়-ইনসাফ এবং ঈমানদারীর সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা না করলে আল্লাহর বান্দাদের কষ্ট হয়, বহুসংখ্যক মানুষের হক বিনষ্ট হয়। তাই আল্লাহ অসৎ এবং অসাধু ব্যবসায়ীদেরকে বদকার হিসেবে কিয়ামতের দিন উঠাবেন এবং আযাব দান করবেন। আল্লাহর আযাব থেকে একমাত্র তারাই রক্ষা পাবেন যারা আল্লাহকে ভয় করে ইনসাফ ও সততার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন এবং আল্লাহর কোন বান্দার হক বিনষ্ট করেননি। আল্লাহ মুসলিম ব্যবসায়ীদেরকে মন্দ পরিণাম থেকে রক্ষা করুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান