ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০০২
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বিশ্বস্ত ব্যবসায়ীর মর্যাদা
(২০০২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সত্যপরায়ণ বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দীকগণ এবং শহীদগণের সহচর।
كتاب البيوع
عن أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: التاجر الصدوق الأمين مع النّبيين والصديقين والشهداء
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি । তিনি হাদীসটিকে হাসান বলেছেন। ইবন মাজাহ অনুরূপ অর্থে একটি হাদীস ইবন উমার রা. থেকে উদ্ধৃত করেছেন । এই হাদীসে 'মুসলিম' ও ‘কিয়ামতের দিন' অতিরিক্ত রয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন মুসলিম সত্যপরায়ণ বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দীকগণ এবং শহীদগণের সাহচর্যে থাকবেন) [সুনান তিরমিযি, হাদীস-১২০৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-২১৪৩; সুনান দারিমি, হাদীস- ২৫৮১; সুনান দারাকুতনি, হাদীস-২৮১৩; সুনান ইবন মাজাহ, হাদীস-২১৩৯]
হাদীসের ব্যাখ্যা:
কিয়ামতের দিন আম্বিয়া (আ), আল্লাহর রাস্তায় প্রাণদানকারী শহীদগণ এবং আল্লাহর দীনকে সত্য হিসেবে কবুলকারী সিদ্দীকগণ (যাঁরা সত্যকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন) বুলন্দ মাকামে অবস্থান করবেন। তাঁদের শান-শওকত এবং সম্মান সকলের দৃষ্টি আকর্ষণ করবে। তাঁরা আল্লাহর বিশেষ বান্দা হিসেবে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবেন। কারণ তাঁরা দুনিয়ার যিন্দেগীতে আল্লাহর দীনকে কায়েম করার জন্য কঠিন কুরবানী দিয়েছেন। যারা কিয়ামতের দিন তাঁদের সান্নিধ্য ও সাহচর্য লাভ করার অনুমতি পাবেন, তাঁরা সৌভাগ্যবান বিবেচিত হবেন। যে সব ব্যবসায়ী আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস করেন, হালাল-হারাম মেনে চলেন, ইসলামের অবশ্য পালনীয় যিম্মাদারী পালন করেন এবং ব্যবসা-বাণিজ্যে সততা ও আমানতদারীর পরিচয় দেন, বাণিজ্যিক লেনদেনে ধোঁকা ও প্রবঞ্চণার আশ্রয় গ্রহণ না করেন, সে সব ব্যবসায়ী আম্বিয়া, শুহাদা এবং সিদ্দিকীনের দলভুক্ত হবেন। ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। আল্লাহর নৈকট্য লাভের জন্য গোসা-নশীন, খানকাহ-নশীন বা লোকালয় ত্যাগ করে পাহাড়-পর্বতে চলে যাওয়ার কোন প্রয়োজন নেই। বাণিজ্যিক কেন্দ্রে বসে ন্যায়, ইনসাফ ও সততার সাথে ব্যবসা-বাণিজ্য করেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ব্যবসা-বাণিজ্যে প্রচুর প্রলোভন রয়েছে। তাই যে লোভ-লালসা দমন করে ন্যায়ানুগ বাণিজ্যিক লেনদেন করে, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)