ফিকহুস সুনান ওয়াল আসার
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
হাদীস নং: ১৯৮৫
কুড়ানো-বেওয়ারিস শিশু স্বাধীন। রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খরচপত্র বহন করা হবে এবং তার বংশ সম্পর্ক হবে যিনি কুড়িয়ে পেয়েছেন তার সাথে
(১৯৮৫) সুনাইন আবু জামীলাহ নামক বনু সুলাইম গোত্রের একব্যক্তি থেকে বর্ণিত, তিনি উমার ইবনুল খাত্তাব রা.র সময়ে একটি পরিত্যক্ত শিশু কুড়িয়ে পান। তিনি বলেন, তখন আমি শিশুটিকে নিয়ে উমার ইবনুল খাত্তাব রা.র নিকট আগমন করি। তিনি আমাকে বলেন, তুমি কী জন্য এই মানব শিশুকে নিজ অধিকারে নিয়েছ? আমি বললাম, আমি দেখলাম যে সে পরিত্যক্ত পতিত তাই আমি তাকে গ্রহণ করেছি। উমার রা.র নাগরিক-পরিচয় বিষয়ক কর্মকর্তা বলেন, হে আমীরুল মুমিনীন, ইনি একজন সৎ মানুষ। তিনি বলেন, সত্যই কি তাই? কর্মকর্তা উত্তর করেন, হ্যাঁ । তখন উমার বলেন, তুমি যাও। এই শিশু স্বাধীন। তুমি এর বংশ ও উত্তরাধিকার সম্পর্ক লাভ করবে। আর এর খরচপত্রের দায়িত্ব আমাদের উপর।
عن سنين أبي جميلة رجل من بني سليم أنه وجد منبوذا في زمان عمر بن الخطاب رضي الله عنه قال: فجئت به إلى عمر بن الخطاب فقال: ما حملك على أخذ هذه النسمة؟ فقال: وجدتها ضائعة فأخذتها فقال عريفه: يا أمير المؤمنين إنه رجل صالح فقال: أكذاك؟ قال: نعم قال عمر بن الخطاب: إذهب فهو حر ولك ولاؤه وعلينا نفقته... من بيت المال
