ফিকহুস সুনান ওয়াল আসার

১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী

হাদীস নং: ১৯৮০
কুড়ানো দ্রব্যের বিষয়ে সাক্ষী রাখা, যদি তার মালিক আসে তবে তাকে ফেরত দিতে হবে, নইলে যিনি পেয়েছেন তিনি তা ব্যবহার করতে পারেন বা দান করতে পারেন, উভয় অবস্থাতেই মালিক দাবি করলে তাকে মূল্য প্রদান করতে হবে
(১৯৮০) ইয়াদ ইবন হিমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো কুড়ানো দ্রব্য বা প্রাণি হস্তগত করে, তবে সে যেন দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখে এবং তার পাত্র ও রশি সংরক্ষণ করে। অতঃপর যদি তার মালিক আসে তবে সে যেন কিছুই গোপন না করে; কারণ দ্রব্যটি তারই পাওনা। যদি তার মালিক না আসে, তবে তা আল্লাহর সম্পদ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন।
عن عياض بن حمار رضي الله عنه مرفوعا: من وجد لقطة فليشهد ذوي عدل وليحفظ عفاصها ووكاءها فإن جاء صاحبها فلا يكتم وهو أحق بها وإن لم يجي صاحبها فإنه مال الله يؤتيه من يشاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৮০ | মুসলিম বাংলা