ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৪৫
কেউ ইসলাম গ্রহণ করলে তার জিযইয়া মাফ হবে, কিন্তু খারাজ গ্রহণ করা হবে, মুসলিমের উপর জিযইয়া নেই
(১৯৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের উপর জিযইয়া নেই।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا : ليس على المسلم جزية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৪৫ | মুসলিম বাংলা