ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৪৪
কেউ ইসলাম গ্রহণ করলে তার জিযইয়া মাফ হবে, কিন্তু খারাজ গ্রহণ করা হবে, মুসলিমের উপর জিযইয়া নেই
(১৯৪৪) তাবিয়ি আবু আওন মুহাম্মাদ ইবন উবাইদুল্লাহ সাকাফি উমার রা. ও আলী রা. থেকে বর্ণনা করেছেন, তারা বলেছেন, যদি কেউ ইসলাম গ্রহণ করে এবং তার জমিজমা থাকে, তবে আমরা তার জিযইয়া মাফ করে দিব এবং তার জমির খারাজ গ্রহণ করব।
عن أبي عون محمد بن عبيد الله الثقفي عن عمر وعلي رضي الله عنهما قالا: إذا أسلم وله أرض وضعنا عنه الجزية وأخذنا خراجها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৪৪ | মুসলিম বাংলা