ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯১৭
যুদ্ধক্ষেত্রে হত্যাকৃত শত্রু থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র, বাহন, পোশাক ইত্যাদি হত্যাকারী গাযি লাভ করবে
(১৯১৭) আউফ ইবন মালিক রা. থেকে বর্ণিত, তিনি খালিদ ইবন ওয়ালীদ রা.কে বলেন, আপনি কি জানেন না যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, নিহত শত্রুসৈন্যের নিকট থেকে ছিনিয়ে নেওয়া (অস্ত্র, বাহন, পোশাক ইত্যাদি) দ্রব্য তাকে যে হত্যা করেছে সেই লাভ করবে?।
عن عوف بن مالك رضي الله عنه أنه قال لخالد: أما علمت أن رسول الله صلى الله عليه وسلم قضى بالسلب للقاتل
