ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯১০
গনীমত কার প্রাপ্য
(১৯১০) উমার রা. বলেন, যিনি যুদ্ধে উপস্থিত থেকেছেন তিনিই গনীমত পাবেন ।
عن عمر رضي الله عنه: إن الغنيمة لمن شهد الواقعة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে গনীমত বণ্টনের আগে যে যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হবে সেও গনীমতের অংশ পাবে। নিম্নের হাদীস থেকে তা জানা যায় ।
