ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯১১
গনীমত কার প্রাপ্য
(১৯১১) আবু বুরদা বলেন, আবু মুসা আশআরি রা. থেকে বর্ণিত, তিনি ইয়ামান থেকে তার মদীনার পথে জাহাজযোগে হিজরত করার ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) খাইবার জয় করলেন তখন আমরা জাহাজের আরোহীগণ- এসে তাঁর সাথে মিলিত হলাম । তখন তিনি আমাদেরকে খাইবারের গনীমতের অংশ প্রদান করলেন। খাইবার বিজয়ে অংশগ্রহণ করে নি এমন কাউকে তিনি খাইবারের গনীমতের কোনো অংশ দেন নি। শুধুমাত্র যারা যুদ্ধে উপস্থিত ছিল তাদেরকেই তার অংশ দিয়েছেন । ব্যতিক্রম ছিল জাহাজের আরোহীগণ।
عن أبي بردة عن أبي موسى في قصة القفول من اليمن وفيه: فوافقنا رسول الله صلى الله عليه وسلم حين افتتح خيبر فأسهم لنا أو قال أعطانا منها وما قسم لأحد غاب عن فتح خيبر منها شيئا إلا لمن شهد معه إلا لأصحاب السفينة
