ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯০৭
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৭) সালামা ইবনুল আকওয়া রা. বলেন, ...অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে অশ্বারোহীর অংশ ও পদাতিকের অংশ উভয়ই প্রদান করেন ।
عن سلمة بن الأكوع رضي الله عنه ...ثم أعطاني رسول الله صلى الله عليه وسلم سهمين سهم الفارس وسهم الراجل
