ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯০৪
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৪) মুজাম্মা' ইবন জারিয়া আনসারি রা. হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তন করে খাইবারের যুদ্ধে গমনের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, খাইবারকে রাসূলুল্লাহ (ﷺ) হুদাইবিয়া অভিযানে অংশগ্রহণকারী সাহাবিগণের মধ্যে ১৮ ভাগে ভাগ করে বণ্টন করে দেন। সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল ১,৫০০। এদের মধ্যে তিনশত ছিলেন অশ্বারোহী। তিনি অশ্বারোহীকে দুইভাগ ও পদাতিককে একভাগ করে প্রদান করেন । (প্রতি ১০০ জনের জন্য একভাগ ১২০০ পদাতিকের ১২ ভাগ ও ৩০০ অশ্বারোহীর ছয়ভাগ)।
عن مجمع بن جارية الأنصاري في قصة القفول من الحديبية وفيه: فقسمت خيبر على أهل الحديبية فقسمها رسول الله صلى الله عليه وسلم على ثمانية عشر سهما وكان الجيش ألفا وخمس مائة فيهم ثلاث مائة فارس فأعطى الفارس سهمين وأعطى الراجل سهما

হাদীসের ব্যাখ্যা:

অশ্বারোহী দুইভাগ পাবেন এই অর্থে অনেক হাদীস রয়েছে । সেগুলোর মধ্যে রয়েছে: ১. ইবন উমারের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত হাদীস ইবন আবী শাইবা শক্তিশালী সনদে, ২. মিকদাদ থেকে তাবারানি, ৩. আয়িশার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বনু মুসতালিকের যুদ্ধের ঘটনায় একটি হাদীস ইবন মারদাওয়াইহি, ৪. আলী রা.র নিজস্ব মতামত ইবন আবী শাইবা, ৫. আবু মুসা রা.র মতামত তাসতুর যুদ্ধের ঘটনায় তাবারির 'তাহযীবুল আসার' গ্রন্থে, ৬. যুবাইর রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে ওয়াকিদি তার ‘মাগাযি' গ্রন্থে এবং ৭. উমার রা.র নিজস্ব মতামত আবু ইউসূফ ও মুহাম্মাদ তাদের ‘কিতাবুল আসার' গ্রন্থদ্বয়ে সঙ্কলন করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯০৪ | মুসলিম বাংলা