ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯০৫
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (যুদ্ধলব্ধ গনীমতের সম্পদ বণ্টনে) ঘোড়ার জন্য দুইভাগ এবং ঘোড়া-মালিকের জন্য একভাগ (মোট তিনভাগ) প্রদান করেন।
عن ابن عمر رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم جعل للفرس سهمين ولصاحبه سهما

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, উপরের হাদীসগুলো থেকে বোঝা যায়, অশ্বারোহী দুইভাগ ও পদাতিক একভাগ পাবেন। কিন্তু এই হাদীসটি থেকে বোঝা যায় যে অশ্বারোহী তিনভাগ পাবেন । তার অশ্বের জন্য দুইভাগ এবং যোদ্ধা হিসাবে তিনি একভাগ । এ বিষয়ে গ্রন্থকার বলেন, অশ্বারোহীর পাওনা দুইভাগ । তবে তিনভাগ দেওয়ার বিষয়টি ছিল রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে অতিরিক্ত অনুদান বা 'নফল' প্রদান। নিম্নের হাদীস থেকে তা বোঝা যায় ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৯০৫ | মুসলিম বাংলা