ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৮০
জিহাদে গোপনীয়তা রক্ষা করা এবং হাদীসের বাণী 'যুদ্ধ ধোঁকা-কৌশল'
(১৮৮০) কা'ব ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো যুদ্ধাভিযানের সিদ্ধান্ত নিতেন তখন অধিকাংশ ক্ষেত্রে তিনি মূল সিদ্ধান্ত গোপন করে অন্য কিছুর ইঙ্গিত করতেন।
عن كعب بن مالك رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم قلما يريد غزوة يغزوها إلا ورى بغيرها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৮০ | মুসলিম বাংলা