ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৭৯
জিহাদের জন্য পিতামাতাকে রাযি করাতে হবে
(১৮৭৯) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, (একব্যক্তি জিহাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলে তিনি তাকে বলেন) তুমি তোমার পিতামাতার নিকট ফিরে যাও এবং তাদের অনুমতি প্রার্থনা করো। তারা যদি অনুমতি প্রদান করেন তাহলে জিহাদ করবে। আর তা নাহলে তুমি তাদের সেবা করবে।
عن أبي سعيد الخدري رضي الله عنه نحوه وفيه: قال ارجع إليهما فاستأذنهما فإن أذنا لك فجاهد وإلا فبرهما
