ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৭৬
মুশরিকদের মধ্যে অবস্থান করা
(১৮৭৬) জারীর ইবন আব্দুল্লাহ বাজালি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সকল মুসলিম মুশরিকগণের মধ্যে অবস্থান করে আমি তাদের থেকে সম্পর্কমুক্ত। তারা বলেন, হে আল্লাহর রাসূল, কেন? তিনি বলেন, মুশরিক এবং মুসলিম একে অপরের আগুন দেখবে না।
عن جرير بن عبد الله البجلي رضي الله عنه مرفوعا: أنا بريء من كل مسلم يقيم بين أظهر المشركين قالوا: يا رسول الله ولم؟ قال: لا تراءى ناراهما

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই বিধান প্রযোজ্য হবে মুশরিকদের সাথে যুদ্ধ, গোলমাল ও ফিতনা চলাকালীন। সাধারণ অবস্থায় মুসলিমের জন্য মুশরিকদের দেশে বা মুশরিকগণের সমাজে বসবাস করা নিষিদ্ধ নয় । ইচ্ছামতো যে কোনো স্থানে বসবাস করতে পারে । তবে উত্তম হল, মুসলিম সর্বাবস্থায় মুশরিকগণ থেকে পৃথক থাকবেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৭৬ | মুসলিম বাংলা