ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৭৭
মুশরিকদের মধ্যে অবস্থান করা
(১৮৭৭) ফুদাইক ইবন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, মানুষেরা মনে করে যে, যে হিজরত করল না সে ধ্বংস হয়ে গেল । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি সালাত কায়িম করো, যাকাত প্রদান করো, অন্যায় পরিত্যাগ করো এবং তোমার গোত্রের দেশে যেখানে ইচ্ছা বসবাস করো।
عن فديك بن عبد الله رضي الله عنه قال: يا رسول الله إنهم يزعمون أنه من لم يهاجر هلك فقال رسول الله صلى الله عليه وسلم: أقم الصلاة وآت الزكاة واهجر السوء واسكن من أرض قومك حيث شئت.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৭৭ | মুসলিম বাংলা