ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৬২
কিয়ামত পর্যন্ত জিহাদ ওয়াজিব
(১৮৬২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক শাসকের নেতৃত্বে জিহাদ করা তোমাদের জন্য ওয়াজিব, সেই শাসক নেককার হোক অথবা পাপী হোক ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الجهاد واجب عليكم مع كل أمير برا كان أو فاجرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৬২ | মুসলিম বাংলা