ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৫৪
বারংবার চুরি করলে
(১৮৫৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, এক চোরকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আনয়ন করা হয়। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও । তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো । তখন (তার ডানহাত) কর্তন করা হয়। দ্বিতীয় বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো। তখন (তার বামপা) কর্তন করা হয় । তৃতীয় বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র । তিনি বলেন, কর্তন করো। তখন (তার বামহাত) কর্তন করা হয়। চতুর্থ বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও । তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো । তখন (তার ডানপা) কর্তন করা হয়। পঞ্চম বারে আবার তাকে আনা হল । তিনি বলেন, একে হত্যা করো।
عن جابر بن عبد الله رضي الله عنه قال: جيء بسارق إلى النبي صلى الله عليه وسلم فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال: إقطعوه قال: فقطع ثم جيء به الثانية فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال اقطعوه قال: فقطع ثم جيء به الثالثة فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال: إقطعوه ثم أتي به الرابعة فقال: أقتلوه فقالوا: يا رسول الله: إنما سرق قال: اقطعوه فأتي به الخامسة فقال اقتلوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৫৪ | মুসলিম বাংলা