ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৫৩
বারংবার চুরি করলে
(১৮৫৩) আলী রা. বলেন, যদি চোর চুরি করে তাহলে তার ডান হাত কাটা যাবে । যদি পুনরায় চুরি করে তাহলে তার বাম পা কাটা যাবে । এরপর যদি আবারো চুরি করে তাহলে তাকে জেলে ভরে রাখতে হবে তার ভালো হওয়া পর্যন্ত । আমি আল্লাহর কাছে লজ্জা পাই যে, তাকে আমি এমন অবস্থায় ছেড়ে দেব যে, তার পানাহার ও প্রাকৃতিক প্রয়োজন মেটানোর একটি হাতও থাকবে না এবং চলার মতো একটি পাও থাকবে না!
عن علي بن أبي طالب رضي الله عنه قال: إذا سرق السارق قطعت يده اليمنى فإن عاد قطعت رجله اليسرى فإن عاد ضمنه السجن حتى يحدث خيرا إني أستحيي من الله أن أدعه ليس له يد يأكل بها ويستنجي بها ورجل يمشي عليها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৫৩ | মুসলিম বাংলা