ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৫১
কর্য নেওয়া দ্ৰব্য অস্বীকার করার জন্য কর্তনের ব্যাখ্যা
(১৮৫১) আয়িশা রা. বলেন, মাখযুম গোত্রের একজন মহিলা মানুষের নিকট থেকে দ্রব্যাদি কর্ম নিত এবং এরপর তা অস্বীকার করত। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার হস্ত কর্তন করতে নির্দেশ দেন।
عن عائشة رضي الله عنها قالت: كانت امرأة مخزومية تستعير المتاع وتجحده فأمر النبي صلى الله عليه وسلم أن تقطع يدها

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এখানে এই মহিলার বিষয়ে 'কর্যগ্রহণ ও অস্বীকৃতির’ বিষয়টি উল্লেখ করা হয়েছে তার পরিচিত জানানোর জন্য, কর্তনের কারণ হিসাবে নয় । কর্তনের কারণ ছিল চুরি, যা বুখারি ও মুসলিম সঙ্কলিত অন্য বর্ণনায় স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ এই মেয়েটি এই কর্মের জন্য সমাজে পরিচিত ছিল । এক পর্যায়ে সে চুরি করে ও ধরা পড়ে । তখন রাসূলুল্লাহ (ﷺ) তার হাত কেটে দেন। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৫১ | মুসলিম বাংলা