ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৫০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
পাখি চুরিতে কর্তন নেই
(১৮৫০) সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, আমি কাউকে দেখি নি যে, তিনি পাখির কারণে হাত কেটেছেন। পাখির কারণে চোরের হাত কাটা যায় না।
كتاب الحدود
عن السائب بن يزيد رضي الله عنه: ما رأيت أحدا قطع في الطير وما عليه في ذلك قطع