ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৪২
দশ দিরহামের কমে হস্তকর্তন হয় না এবং এর বিপরীত বর্ণনার ব্যাখ্যা
(১৮৪২) তাবিয়ি মুজাহিদ (১০২ হি.) ও তাবিয়ি আতা ইবন আবী রাবাহ (১১৪ হি.) বলেন, আইমান বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে বর্মের মূল্য ছিল এক দীনার বা দশ দিরহাম।
عن عطاء ومجاهد عن أيمن قال: وكان ثمن المجن على عهد رسول الله صلى الله عليه وسلم دينارا أو عشرة دراهم
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, বর্মের মূল্যের বিষয়ে মতভেদ রয়েছে। কোনো কোনো বর্ণনায় রয়েছে দশ দিরহাম, যা উপরে উল্লেখ করা হয়েছে। বুখারি ও মুসলিম কর্তৃক আব্দুল্লাহ ইবন উমার রা.র সূত্রে সঙ্কলিত একটি হাদীসে তিন দিরহামের কথা বলা হয়েছে। নাসায়ির একটি বর্ণনা ও কোনো কোনো বর্ণনায় পাঁচ দিরহাম বলা হয়েছে।২ এক্ষেত্রে সর্বোচ্চ মূল্য দশ দিরহামই গ্রহণ করতে হবে। কারণ হদ্দ বা শরীআতি শাস্তি প্রয়োগের ক্ষেত্রে মূলনীতি হল, সামান্যতম সন্দেহ বা সম্ভাবনা থাকলেও তা প্রয়োগ না করা। আল্লাহই ভালো জানেন।
১। আতা ও মুজাহিদ এই আইমানের পিতার নাম বা পরিচয় বিস্তৃত বলেন নি। এজন্য তার ব্যক্তিত্ব সম্পর্কে মতভেদ রয়েছে। কারণ এই নামে সে সময়ে কয়েকজন ব্যক্তি ছিলেন। কেউ বলেছেন তিনি সাহাবি আইমান ইবন আবী আইমান। কেউ বলেছেন তিনি দ্বিতীয় হিজরির তাবিয়ি আইমান হাবশি মাক্কি। তাবিয়ি হলে হাদীসটি মুরসাল হবে। তাবিয়ি মুজাহিদ প্রথম হিজরির তাবিয়ি। কাজেই এই 'আইমান' সাহাবি আইমান বলেই প্রতীয়মান হয়। তবে তিনি তাবিয়ি আইমান হলেও হাদীসটি শক্তিশালী; কারণ এই অর্থের অন্যান্য হাদীস একে সমর্থন করে। (গ্রন্থাকারের টীকার আলোকে)
২। দিরহাম অর্থ রৌপ্যমুদ্রা ও দীনার অর্থ স্বর্ণমুদ্রা। এক দিরহাম প্রায় ৩.২ গ্রাম রৌপ্য । এক দীনার প্রায় ৫ গ্রাম স্বর্ণ। তৎকালীন যুগে স্বর্ণ ও রৌপ্যের মূল্যের ভারসাম্য ছিল। এজন্য ১ দীনার বা ৫ গ্রাম স্বর্ণের মূল্য ও ১০ দিরহাম বা ৩২ গ্রাম রৌপ্যের মূল্য একই ছিল। বর্তমানে এক দীনারের মূল্যমান প্রায় চার হাজার টাকা, কিন্তু ১০ দিরহামের মূল্যমান প্রায় ৬০০/৬৫০ টাকা। হদ্দ বা শরীআতি শাস্তি প্রয়োগের ক্ষেত্রে যথাসম্ভব সবাইকে শাস্তি থেকে রক্ষা করার মূলনীতি অনুসারে এখন দীনারের মূল্যই ধর্তব্য। (অনুবাদক)
১। আতা ও মুজাহিদ এই আইমানের পিতার নাম বা পরিচয় বিস্তৃত বলেন নি। এজন্য তার ব্যক্তিত্ব সম্পর্কে মতভেদ রয়েছে। কারণ এই নামে সে সময়ে কয়েকজন ব্যক্তি ছিলেন। কেউ বলেছেন তিনি সাহাবি আইমান ইবন আবী আইমান। কেউ বলেছেন তিনি দ্বিতীয় হিজরির তাবিয়ি আইমান হাবশি মাক্কি। তাবিয়ি হলে হাদীসটি মুরসাল হবে। তাবিয়ি মুজাহিদ প্রথম হিজরির তাবিয়ি। কাজেই এই 'আইমান' সাহাবি আইমান বলেই প্রতীয়মান হয়। তবে তিনি তাবিয়ি আইমান হলেও হাদীসটি শক্তিশালী; কারণ এই অর্থের অন্যান্য হাদীস একে সমর্থন করে। (গ্রন্থাকারের টীকার আলোকে)
২। দিরহাম অর্থ রৌপ্যমুদ্রা ও দীনার অর্থ স্বর্ণমুদ্রা। এক দিরহাম প্রায় ৩.২ গ্রাম রৌপ্য । এক দীনার প্রায় ৫ গ্রাম স্বর্ণ। তৎকালীন যুগে স্বর্ণ ও রৌপ্যের মূল্যের ভারসাম্য ছিল। এজন্য ১ দীনার বা ৫ গ্রাম স্বর্ণের মূল্য ও ১০ দিরহাম বা ৩২ গ্রাম রৌপ্যের মূল্য একই ছিল। বর্তমানে এক দীনারের মূল্যমান প্রায় চার হাজার টাকা, কিন্তু ১০ দিরহামের মূল্যমান প্রায় ৬০০/৬৫০ টাকা। হদ্দ বা শরীআতি শাস্তি প্রয়োগের ক্ষেত্রে যথাসম্ভব সবাইকে শাস্তি থেকে রক্ষা করার মূলনীতি অনুসারে এখন দীনারের মূল্যই ধর্তব্য। (অনুবাদক)
