ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৪১
দশ দিরহামের কমে হস্তকর্তন হয় না এবং এর বিপরীত বর্ণনার ব্যাখ্যা
(১৮৪১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে একটি বর্ম, ঢাল বা এই জাতীয় প্রতিরক্ষা পোশাকের মূল্যের কম মূল্যের কোনো দ্রব্য চুরির জন্য কোনো চোরের হাত কাটা হয় নি। আর এগুলো সবই অনেক মূল্যবান ছিল।
عن عائشة رضي الله عنها قالت: لم تقطع يد سارق على عهد النّبي صلى الله عليه وسلم في أدنى من ثمن المجن ترس أو حجفة وكان كل واحد منهما ذا ثمن
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৪১ | মুসলিম বাংলা