ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮২৩
নিজের নিরপরাধ ক্রীতদাসকে ব্যভিচারের অপবাদ দেওয়ার পাপ
(১৮২৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তার নিজের ক্রীতদাসকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়, যে অপরাধে সে জড়িত নয়, তাকে কিয়ামতের দিন বেত্রাঘাত করা হবে। হ্যাঁ, যদি তার কথা ঠিক হয় তাহলে ভিন্ন কথা।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قذف مملوكه وهو بريء مما قال جلد يوم القيامة إلا أن يكون كما قال
