ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮২২
ব্যভিচার ও ব্যভিচারের অপবাদের জন্য ক্রীতদাসের শাস্তি অর্ধেক আর যাকে অপরাধে বাধ্য করা হবে তার শাস্তি হবে না
(১৮২২) তাবিয়ি আব্দুল্লাহ ইবন আমির ইবন আবী রাবীআ (৮৫ হি.) বলেন, আমি আবু বাকর রা., উমার রা., উসমান রা. ও তাদের পরবর্তী খলীফাগণকে দেখেছি। আমি তাদের কাউকে দেখি নি যে, কোনো ক্রীতদাসকে ‘কাযফ' বা 'ব্যভিচারের মিথ্যা অপবাদ প্রদানের' কারণে চল্লিশের বেশী বেত্রাঘাত করেছেন।
عن عبد الله بن عامر بن ربيعة قال: لقد أدركت أبا بكر وعمر وعثمان رضي الله عنهم ومن بعدهم من الخلفاء فلم أرهم (فما رأيت أحدا) يضربون المملوك في القذف إلا أربعين.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮২২ | মুসলিম বাংলা