ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮০৮
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮০৮) আবু হুরাইরা রা. এবং যাইদ ইবন খালিদ আল-জুহানি রা. বলেন, একজন বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর ওয়াস্তে আপনার নিকট আবেদন করছি, আপনি অবশ্যই আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দিন। তখন তার প্রতিপক্ষ বিবাদী— যে তার চেয়ে বেশী বুদ্ধিমান ছিল- বলল, হ্যাঁ, আপনি আল্লাহর কিতাব দ্বারা বিচার করে দিন এবং আমাকে বলার অনুমতি দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি বলো। লোকটি বলে, আমার ছেলে এই লোকটির বাড়িতে শ্রমিকের কাজ করত। এমতাবস্থায় সে তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়।... তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার ছেলের শাস্তি হল ১০০ বেত্রাঘাত এবং এক বছরের দেশান্তর। আর হে উনাইস, তুমি এই লোকটির স্ত্রীর নিকট গমন করো। সে যদি স্বীকারোক্তি প্রদান করে তাহলে তাকে রজম করবে।
عن أبي هريرة وزيد بن خالد الجهني رضي الله عنهما أنهما قالا: إن رجلا من الأعراب أتى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله أنشدك الله إلا قضيت لي بكتاب الله فقال الخصم الآخر: وهو أفقه منه نعم فاقض بيننا بكتاب الله وأذن لي فقال رسول الله صلى الله عليه وسلم: قل قال إن ابني كان عسيفا على هذا فزنى بامرأته... فقال رسول الله صلى الله عليه وسلم: على ابنك جلد مائة وتغريب عام اغد يا أنيس إلى امرأة هذا فإن اعترفت فارجمها
