ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮০১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, উপরোল্লেখিত ব্যক্তির স্বীকারোক্তি প্রসঙ্গে তিনি বলেন, লোকটি যখন পঞ্চমবার স্বীকারোক্তি করল তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি তার সাথে যৌনসঙ্গম করেছ? লোকটি বলল, হ্যাঁ । তিনি বলেন, তোমার অঙ্গ কি তার অঙ্গের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। লোকটি বলে, হ্যাঁ। তিনি বলেন, যেরূপভাবে সুরমাদানির কাটাটি সুরমাদানির মধ্যে এবং বালতির রশি কূপের পানির মধ্যে ডুবে যায়? লোকটি বলে, হ্যাঁ । তুমি কি জান ব্যভিচার কী (তার নিষেধাজ্ঞা ও শাস্তি কি তুমি জান?) লোকটি বলে, হ্যাঁ, আমি তা জানি। আমি মহিলাটির সাথে হারামভাবে মিলিত হয়েছি যেমন একজন স্বামী তার স্ত্রীর সাথে হালালভাবে মিলিত হয় ।...
كتاب الحدود
عن أبي هريرة رضي الله عنه: فأقبل في الخامسة فقال: أنكتها؟ قال: نعم قال: حتى غاب ذلك منك في ذلك منها؟ قال: نعم قال: كما يغيب المرود في المكحلة والرشاء في البئر؟ قال: نعم قال: فهل تدري ما الزنا؟ قال: نعم أتيت منها حراما ما يأتي الرجل من امرأته حلالا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮০১ | মুসলিম বাংলা