ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮০০
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০০) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, উক্ত ব্যক্তিকে 'রজম' করার বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড প্রদানের সময় আমি উপস্থিত ছিলাম। যখন পাথর তাকে আঘাত করতে লাগল তখন সে পালাতে লাগল। আমরা তার পিছে গিয়ে মদীনার প্রান্তরে হাররা নামক স্থানে তাকে পেলাম (সে সেখানে গিয়ে আমাদের আঘাত গ্রহণের জন্য দাঁড়িয়ে পড়ল)। তখন আমরা তাকে প্রস্তরাঘাতে হত্যা করলাম।
عن جابر بن عبد الله رضي الله عنهما: فكنت فيمن رجمه فرجمناه بالمصلى فلما أذلقته الحجارة هرب فأدركناه بالحرة [فانتصب لنا] فرجمناه
