ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৯৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ব্যভিচারের অপবাদের শাস্তি
(১৭৯৮) আয়িশা রা. বলেন, যখন আমার অপরাধহীনতার বিষয়ে কুরআনের আয়াত নাযিল হল, তখন যারা আমার নামে ব্যভিচারের অপবাদ দিয়েছিল রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপরে উঠে তাদেরকে ডাকেন এবং তাদেরকে অপবাদের শাস্তি (আশি বেত্রাঘাত) প্রদান করেন।
كتاب الحدود
عن عائشة رضي الله عنها قالت: لما نزلت براءتي قام رسول الله صلى الله عليه وسلم على المنبر فدعاهم وحدهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান