ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৯৭
ব্যভিচারের অপবাদের শাস্তি
(১৭৯৭) ইবন আব্বাস রা. বলেন, হিলাল ইবন উমাইয়া রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে অভিযোগ করেন যে, তার স্ত্রী শারীক ইবন সামহা নামক একব্যক্তির সাথে অবৈধ কর্মে লিপ্ত হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, প্রমাণ উপস্থিত করো, নইলে তোমার পিঠে মিথ্যা অপবাদের শাস্তি (আশি বেত্রাঘাত) পড়বে।
عن ابن عباس رضي الله عنهما أن هلال بن أمية قذف امرأته عند النبي صلى الله عليه وسلم بشريك ابن سحماء فقال النبي صلى الله عليه وسلم: البينة أو حد في ظهرك
