ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৮৯
ব্যভিচার ও তার আনুষঙ্গিক কার্যাদির পাপ, চুরি, মদপান ও সুদ খাওয়ার পাপ
(১৭৮৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোনো ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, যখন কোনো মদপায়ী মদপানে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, যখন কোনো চোর চুরিতে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن... والتوبة معروضة بعد
