ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৮৩
অপ্রাপ্ত বয়স্ক, ঘুমন্ত, পাগল ও নির্বোধ মানুষের হদ্দ বা শাস্তি হয় না
(১৭৮৩) শাদ্দাদ ইবন আউস ও সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হদ্দ বা শরীআত নির্ধারিত শাস্তিগুলোর আওতার বাইরে থাকবে অপ্রাপ্ত বয়স্ক বালক বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত, ঘুমন্ত মানুষ জাগ্রত হওয়া পর্যন্ত, পাগল চেতনা ফিরে পাওয়া পর্যন্ত এবং একেবারে নির্বোধ ব্যক্তি।
عن شداد بن أوس وثوبان رضي الله عنهما مرفوعا: رفع القلم في الحد عن الصغير حتى يكبر وعن النائم حتى يستيقظ وعن المجنون حتى يفيق وعن المعتوه الهالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৮৩ | মুসলিম বাংলা