ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৭৬
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের একটি দিন ষাট বছরের ইবাদতের চেয়েও উত্তম। আইনের শাসনের মাধ্যমে সঠিকভাবে একটি শাস্তি প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীর জন্য চল্লিশ দিনের বৃষ্টির চেয়ে উৎকৃষ্ট ও পবিত্রতর।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: يوم من إمام عادل أفضل من عبادة ستين سنة وحد يقام في الأرض بحقه أزكى فيها من مطر أربعين صباحا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৭৬ | মুসলিম বাংলা