ফিকহুস সুনান ওয়াল আসার
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১৭৬৭
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সাধ্যাতীত কোনো মানত করবে তার কাফফারা হল শপথের কাফফারা।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من نذر نذرا لا يطيقه فكفارته كفارة يمين
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হল মানতকারীকে শাসনের জন্য বিধান।
