ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৬৬
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৬) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানতের কাফফারা হল শপথের কাফফারা যদি মানতকারী তার মানত নির্ধারিত না করে।**
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: كفارة النذر إذا لم تم يسم كفارة يمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৬৬ | মুসলিম বাংলা