ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৬৫
নযর-মানত থেকে নিষেধাজ্ঞা
(১৭৬৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নযর-মানত থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন, নযর-মানত কোনো কিছু রোধ করে না। এর দ্বারা শুধুমাত্র কৃপণ থেকে কিছু বের করে নেওয়া হয়।
عن ابن عمر رضي الله عنهما قال: نهى النبي صلى الله عليه وسلم عن النذر وقال: إنه لا يرد شيئا وإنما يستخرج به من البخيل

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এ হল শর্ত সাপেক্ষ মানতের বিধান, যাতে বলা হয় ‘অমুক বিষয়টি হলে আমি অমুক ইবাদত পালন করব...'। এ ধরনের মানত যদি নেককর্মের জন্য হয় তাহলে তা পূরণ করা বাধ্যতামূলক । আর শর্তহীন মানত (যেমন 'আমি মানত করলাম এ মাসে এই কয়টি সিয়াম পালন করব'...) ভালো ও নেককর্ম বলে গণ্য। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৬৫ | মুসলিম বাংলা