ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৫৮
শপথ ও মান্নতের অধ্যায়
শপথে 'ইনশাআল্লাহ' বলা
(১৭৫৮) ইবন উমার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো শপথ করে বলে 'ইনশাআল্লাহ' (যদি আল্লাহ ইচ্ছা করেন) তবে (তা পূরণ না করলে) তার প্রতিজ্ঞা ভঙ্গের পাপ হবে না।
كتاب الأيمان والنذور
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من حلف على يمين فقال إن شاء الله فلا حنث عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৫৮ | মুসলিম বাংলা