ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৫৭
শপথকারীর নিয়তের উপরে শপথ
(১৭৫৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার কর্তৃপক্ষ যে বিষয়ে তোমার সত্যায়ন গ্রহণ করছে তোমার শপথ সেই অর্থেই গণ্য হবে । অন্য বর্ণনায় আছে, শপথ হবে শপথ দাবীকারীর নিয়ত অনুযায়ী।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يمينك على ما يصدقك عليه صاحبك... اليمين على نية المستحلف
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৫৭ | মুসলিম বাংলা