ফিকহুস সুনান ওয়াল আসার
৯. দাসমুক্তির অধ্যায়
হাদীস নং: ১৭৪৬
উম্মু ওলাদ' বা মালিকের সন্তানের মা মালিকের মৃত্যুতে আযাদ হবে
(১৭৪৬) ইবন আব্বাস রা. বলেন, যখন মারিয়া কিবতিয়া রা. নবী-পুত্র ইবরাহীমকে জন্মদান করলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার সন্তান তাকে আযাদ করে দিয়েছে।
عن ابن عباس رضي الله عنهما قال: لما ولدت مارية إبراهيم قال رسول الله صلى الله عليه وسلم: أعتقها ولدها
