ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৪৩
আংশিক আযাদ করা
(১৭৪৩) তাবিয়ি আব্দুর রহমান ইবন ইয়াযীদ (৮৩ হি.) বলেন, আমাদের একটি দাস ছিল। সে কাদেসিয়ার যুদ্ধে অংশ গ্রহণ করে এবং কাফিরদের বিরুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে। দাসটির মালিকানার অংশ ছিল আমার, আমার মায়ের এবং আমার বড়ভাই আসওয়াদ ইবনু ইয়াযীদ (৭৫ হি.) এর মধ্যে শরীকানা। তারা দাসটিকে আযাদ করতে ইচ্ছা করেন । তখন আমি ছোট ছিলাম । এজন্য আমার বড়ভাই আসওয়াদ বিষয়টি উমার রা.র নিকট উল্লেখ করেন। তখন তিনি বলেন, তোমরা তোমাদের অংশ আযাদ করে দাও। আব্দুর রহমান বালিগ হয়ে যদি তোমাদের এই কল্যাণ কর্মে আগ্রহী হয় তবে তার অংশ আযাদ করে দেবে। আর না হলে তোমাদের যামানত দেবে।
عن عبد الرحمن بن يزيد قال: كان لنا غلام قد شهد القادسية فأبلى فيها وكان بيني وبين أمي وبين أخي الأسود فأرادوا عتقه وكنت يومين صغيرا فذكر ذلك الأسود لعمر بن الخطاب رضي الله تعالى عنه فقال: أعتقوا أنتم فإذا بلغ عبد الرحمن فإن رغب فيما رغبتم أعتق وإلا ضمنكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান