ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৪২
আংশিক আযাদ করা
(১৭৪২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি কেউ তার ক্রীতদাসের মধ্যে তার নিজের একটি অংশ আযাদ করে দেয় তাহলে তার দায়িত্ব হল তার নিজের সম্পদ দিয়ে (অন্য শরীককে অর্থ দিয়ে) তাকে পুরোপুরি মুক্ত করা। যদি তার সম্পদ না থাকে তাহলে ইনসাফের সাথে দাসের মূল্য নির্ধারণ করে অন্য মালিক বা মালিকদের নিকট থেকে তাকে অর্থের বিনিময়ে মুক্ত করার ব্যবস্থা করতে হবে, এমনভাবে যে তার কোনো কষ্ট বা অসুবিধা না হয়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أعتق شقيصا من مملوكه فعليه خلاصه في ماله فإن لم يكن له مال قوم المملوك قيمة عدل ثم استسعي غير مشفوق عليه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৪২ | মুসলিম বাংলা