ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৪১
আংশিক আযাদ করা
(১৭৪১) সামুরা ইবন জুনদুব রা. বলেন, হুযাইল গোত্রের একব্যক্তি একটি দাসের মধ্যে তার নিজের অংশটুকু আযাদ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এই দাস পুরোপুরি আযাদ। গৌরবান্বিত মহিমাময় আল্লাহর কোনো অংশীদার নেই । (দাসটির একটি অংশ আল্লাহর জন্য মুক্ত করা হয়েছে কাজেই অন্য অংশে কেউ আল্লাহর সাথে শরীক হবে না)।
عن سمرة رضي الله عنه أن رجلا من هذيل أعتق شقيصا له من مملوك فقال رسول الله صلى الله عليه وسلم: هو حر كله ليس لله تبارك وتعالى شريك

হাদীসের ব্যাখ্যা:

অনেক সময় একাধিক ব্যক্তি একজন দাস ক্রয় করতেন। এক্ষেত্রে যদি একজন মালিক তার অংশ- যত সামান্যই হোক- আযাদ করে দেন তাহলে সেই দাস পুরোপুরি আযাদ হয়ে যাবে। অন্য মালিক আযাদ করবেন অথবা অর্থ গ্রহণ করবেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান