ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৩৯
যদি কেউ তার কোনো রক্তসম্পর্কের নিকটাত্মীয়ের মালিকানা লাভ করে তাহলে উক্ত আত্মীয় মুক্ত হয়ে যাবে
(১৭৩৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রক্তসম্পর্কিত বিবাহ-নিষিদ্ধ নিকটাত্মীয়ের মালিকানা লাভ করবে সেই আত্মীয় তার কাছে (মালিকানার সাথে সাথে স্বতঃ) আযাদ হয়ে যাবে।
عن ابن عمر رضي الله عنه مرفوعا: من ملك ذا رحم عتق محرم عتق عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৩৯ | মুসলিম বাংলা