ফিকহুস সুনান ওয়াল আসার
৯. দাসমুক্তির অধ্যায়
হাদীস নং: ১৭৩৮
যদি কেউ তার কোনো রক্তসম্পর্কের নিকটাত্মীয়ের মালিকানা লাভ করে তাহলে উক্ত আত্মীয় মুক্ত হয়ে যাবে
(১৭৩৮) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রক্তসম্পর্কিত বিবাহ-নিষিদ্ধ নিকটাত্মীয়ের মালিকানা লাভ করে তাহলে সেই আত্মীয় দাস মুক্ত ও আযাদ ।
عن سمرة بن جندب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من ملك ذا رحم محرم فهو حر
