ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭২৩
স্বামী-স্ত্রীর একজন ইসলাম গ্রহণ করলে সন্তান কে পালন করবে
(১৭২৩) রাফি' ইবন সিনান রা. বলেন, তিনি ইসলাম গ্রহণ করেন কিন্তু তার স্ত্রী ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে। তখন তার স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলে, এ আমার মেয়ে। সে দুধ ছেড়েছে বা দুধ ছাড়ার কাছাকাছি বয়স হয়েছে। আর রাফি' রা.ও বলেন, এ আমার মেয়ে । রাসূলুল্লাহ (ﷺ) রাফি'কে বলেন তুমি এক পাশে বসো । এবং তিনি মহিলাকে বলেন, তুমি এক পাশে বসো। আর তিনি বালিকাটিকে উভয়ের মাঝে বসালেন । এরপর তিনি বলেন, তোমরা উভয়ে তাকে ডাকো। তখন বালিকাটি মায়ের দিকে ঝুঁকে পড়ছিল । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আল্লাহ, বালিকাটিকে সুপথ দেখান। তখন বালিকাটি তার পিতার দিকে চলে এল । তখন পিতা তাকে গ্রহণ করলেন।
عن رافع بن سنان رضي الله عنه أنه أسلم وأبت امرأته أن تسلم فأتت النبي صلى الله عليه وسلم فقالت: إبنتي وهي فطيم أو شبهه وقال رافع: إبنتي قال له النبي صلى الله عليه وسلم: أقعد ناحية وقال لها: أقعدي ناحية قال: وأقعد الصبية بينهما ثم قال ادعواها فمالت الصبية إلى أمها فقال النبي صلى الله عليه وسلم: اللهم اهدها فمالت الصبية إلى أبيها فأخذها
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, যদি শিশু এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে ভালো, নইলে এই দুআর দিকে লক্ষ্য করতে হবে; যেন সন্তান সুপথ প্রাপ্ত হয় । এখানে শিশুকে বেছে নেওয়ার অধিকার দেওয়ার উদ্দেশ্য ছিল যেন অমুসলিমগণ কোনো প্রতিবাদ করতে না পারেন। অন্য হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইসলাম বিজয়ী হয়, বিজিত হয় না। দারাকুতনি সহীহ সনদে আয়িদ ইবন আমর আল-মুযানি থেকে হাদীসটি সঙ্কলন করেছেন। এজন্য পিতামাতার একজন ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণকারীই সন্তান প্রতিপালনের অধিকার লাভ করবেন । আল্লাহই ভালো জানেন।
