ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৭০
বিবাহ, তালাক, দাসমুক্তি ও স্ত্রী-পুনর্গ্রহণে তামাশা করা
(১৬৭০) উবাদা ইবন সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয়ে তামাশা বা খেলাধুলা বৈধ নয়: তালাক, বিবাহ ও দাসমুক্তি । এ সকল বিষয়ে যদি কেউ তামাশা করেও কিছু বলে তাহলে তা কার্যকর হয়ে যাবে।
عن عبادة بن الصامت رضي الله عنه مرفوعا: لا يجوز اللعب في ثلاث: الطلاق والنكاح والعتاق فمن قالهن فقد وجبن
